বিড়ালের বাচ্চাকে কি কি খাবার খাওয়ানো উচিত ?
Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit.
বাচ্চা বিড়ালকে কি কি খাবার খাওয়াবেন ?
যারা বিড়াল পালন করতে ইচ্ছুক তারা সবাই বাচ্চা বিড়াল নিয়ে আসে পোষ মানানোর জন্য । কিন্তু যারা নতুন বিড়াল পোষা শুরু করে তারা অনেকেই জানেনা যে বাচ্চা বিড়ালকে কি কি খাবার খাওয়ানো উচিত ? তাই আজকের এই আর্টিকেলটি তাদের জন্য যারা একেবারে নতুন বিড়াল পালন করবেন । তাই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়বেন আশা করি বুঝে যাবেন বাচ্চা বিড়ালকে কি কি খাবার খাওয়াবেন ।
যদি বিড়ালের বাচ্চাটির বয়স ১৫ থেকে ২০ দিন হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে গরুর দুধ ড্রপ এর ভিতর ঢুকিয়ে পান করাবেন । দুধ ব্যতীত উষ্ণ গরম জল খাওয়াতে পারেন । এছাড়া অন্য কোন খাবার এই বয়সের বাচ্চাদের খাওয়ানো যাবে না । আর হ্যাঁ এই ছোট্ট বয়সে বাচ্চা বিড়ালের দিকে বেশি বেশি খেয়াল রাখতে হবে। কারণ ছোট্ট বিড়ালের বাচ্চাদের পুরুষ বিড়ালে এ খেয়ে বা মেরে ফেলে । তাই বাচ্চাদের নজরে রাখতে হবে।
বিড়ালটির বয়স যদি এক থেকে দুই মাস হয়ে থাকে তাহলে তাকে ক্যাট ফুড খাওয়াতে পারেন । যদি আপনার সে সামর্থ্য না থাকে তাহলে ভাতের সাথে সিদ্ধ মাছ কিংবা মাংস একসাথে মেখে তাকে একটি পাত্রে দিতে পারেন । খাবার দেওয়ার পূর্বে অবশ্যই দেখে নিবেন খাবারটি যেন গরম না থাকে। ঠান্ডা খাবার দেওয়ার চেষ্টা করবেন , ঠাণ্ডা বলতে আবার বরফ না । মাছ বা মাংস দেওয়ার পূর্বে মাছ ও মাংসের কাটা বেঁচে তারপর দিবেন। কারণ আমরা অনেকেই জানি বিড়াল মাছের কাটা খুবই ভালোবাসে এটি সম্পূর্ণ ভুল ধারণা কখনোই মাছের কাঁটা ভালোবাসা না এই মাছের কাটার জন্য তাদের মুখের ভেতর অনেক ইনফেকশন ঘটে । তাই মাছ মাংসের কাঁটা সবসময় বেছে তারপর খেতে দিবেন ।
গ্রামে দেখা যায় ছোট বাচ্চা বিড়ালের সামনে ইঁদুর মেরে তারপর সেই ইঁদুর খেতে দেওয়া হয় তারা মনে করে যেকোনো বয়সের বিড়াল ইঁদুর খেতে পারে । এটিও সম্পূর্ণ ভুল ধারণা, বিড়ালের ইদুর মারার একটি বয়স থাকে সেই বয়স হলেই সে ইঁদুর মারবে এবং খাবে, দুটি কাজই করবে । এই ইঁদুর কাচা খাওয়ানোর ফলে বিড়ালটি বমি করে ও সে অসুস্থ হয়ে পড়ে। তাই এইসব কাজ থেকে বিরত থাকুন । বিড়ালের যখন বয়স হবে তখন সে আপনা আপনি ইদুর বা তেলাপোকা খাবে, এটি একটি স্বাভাবিক বিষয়।
এইরকম প্রাণি সম্পর্কে আরো আর্টিকেল পেতে আমাদের বিলাইবাজ ওয়েবসাইটে আপডেট থাকুন ।
আরে যারা মানুষের স্বাস্থ্য বিষয়ক বা রোগব্যাধি দূর করার আর্টিকেল পেতে চান তারা আমার দ্বিতীয় ওয়েবসাইটটির আর্টিকেলগুলো পড়তে পারেন ।
সাইট: Topicbloge
আপনি কি নতুন নতুন অ্যাপ এর সম্পর্কে জানতে চান । বা কোন অ্যাপের কি কাজ সেই সমস্ত তথ্য যদি জানার আগ্রহ থাকে তাহলে আপনি আমাদের দ্বিতীয় সাইটে ভিজিট করতে পারেন ।
সাইট : Toxicbro
0 Response to "বিড়ালের বাচ্চাকে কি কি খাবার খাওয়ানো উচিত ?"
একটি মন্তব্য পোস্ট করুন